Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter


সরকারি শিশু পরিবার(বালক),জয়পুরহাট
কার্যক্রম
সেবা
সেবা গ্রহীতা
সেবা প্রাপ্তির মেয়াদকাল
সেবাদানকারী কর্তৃপক্ষ
সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন।
১। অনুর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।
২। পারিবারিক পরিবেশে স্নেহ,ভালবাসা ও আদর যত্নের সাথেএতিম শিশুদের লালন পালন করা হয়।
৩। শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
৪। শিশুদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানসিকউৎকর্ষ সাধন করা হয়।
৫।পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
 ৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুদের ভর্তি করার পর শিশুটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত সেবা প্রদান করা হয়।
 ১।শিশু পরিবারে ভর্তির জন্য আবেদন পত্র প্রাপ্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া চুড়ান্ত করণ করা হয়।
২। শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়।
 উপতত্ত্বাবধায়কের কার্যালয়, সরকারি শিশু পরিবার(বালক),জয়পুরহাট।
প্রাকবৃত্তিমূলক প্রশিক্ষণ  কার্যক্রম।
সরকারি শিশু পরিবার(বালক),জয়পুরহাট-এর শিশুদের প্রাকবৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

সরকারি শিশু পরিবার(বালক),জয়পুরহাট-এ প্রতিপালিত শিশু।

প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ব্যপী। উপতত্ত্বাবধায়কের কার্যালয়, সরকারি শিশু পরিবার(বালক),জয়পুরহাট।